মানবতাঅন্যান্য

দুঃখী মায়ের সন্তান অনিক বাঁচতে চাই- বিত্তবানদের সহযোগিতা কামনা।

  1. দাগনভূঞা প্রতিনিধি-

গত আট মাস  আগ থেকে ব্রেইন টিউমারে আক্রান্ত দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মাছিমপুর গ্রামের অনিকুর রহমান অনিক।

ফেনী জেড.ইউ মডেল হাসপাতালের ডাঃ জামাল উদ্দিন রুমির  স্মরণাপন্ন হলে প্রথমিক ভাবে মাথায় ব্রেইন টিউমার ধরা পড়ে। পরবর্তী সময়ে মনের সন্দেহ দুর করার লক্ষে  ঢাকায় ইবনেসিনা হাসপাতালের ডাঃ আফজাল মমিনকে দেখানোর পর তিনি  বিভিন্ন পরীক্ষা করে নিশ্চিত হয় যে মাথায় ব্রেন টিউমার ।

বাবা আবুল কাশেম টিপু ছয় বছর আগে মারা যায়, মৃত্যর আগে ৭/৮ বছর তিনি দুর্ঘটনার শিকার । ঘরের মধ্যে পঙ্গু হয়ে পড়েছিলেন। বড় ভাই থেকেও নাই। অনেকটা মানষিক প্রতিবন্ধি ও ভবঘুরে। মা ছাড়া পরিবারে আর কেউ নাই। অনেক কষ্টে দিনযাপন করছে অনিকের।

কোম্পানীগঞ্জের বসুরহাট সরকারী মুজিব কলেজের ছাত্র অনিকুর রহমান সমাজের মানুষদের সহযোগিতা নিয়ে কিছুদিন ঔষদ সেবন করলেও কোন উন্নতী নেই। ডাক্তার বলেছে তার অপারেশন লাগবে। কিন্তু অপারেশন করতে প্রায় ৭/৮ লক্ষ টাকা লাগবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এত টাকা সে পাবে কোথায়, অনেকটা দিশেহারা।

ফেনী জেলার সব খবর সবার আগে, Capture অনিক

এদিকে প্রয়োজন মতো টাকা জোগাড় না থাকায় অসুস্থ হয়ে  বাড়িতেই দিন কাটছে অনিকের। দিন যতোই যাচ্ছে ততোই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তার। সম্প্রতি জায়লস্কর ইউনিয়ন ছাত্রলীগ অসুস্থের কথা শুনে সহযোগিতার হাত বাড়িয়েছে। পাশা পাশি সে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছে। সে বাঁচতে চাই। তার মায়ের একমাত্র অবলম্বন অনিক সুস্থ হয়ে সুন্দর জীবন যাপন করবে এবং মায়ের মুখে হাসি ফোঁটানোর ইচ্ছে ।

সহযোগীতার জন্য যোগাযোগের ঠিকানা-  অনিকুর রহমানঃ                ০১৯২৬-৫৭৯৮৬৩ ,(বিকাশ নাম্বার)

নয়ন  মজুমদার, সমাজকর্মী, জায়লস্কর ইউনিয়ন -০১৭৭০-৩৯২৪১৬

শহীদুল রায়হান, সমাজকর্মী, জায়লস্কর ইউনিয়ন -০১৮৫৪৮৩১৭২৯

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button