জেলা সংবাদদাগনভূঞা

দাগনভূঞা ২ কেজি গাঁজা সহ আটক এক সি.এন.জি চালক

দাগনভূঞা প্রতিনিধি

দাগনভূঞায় ২(দুই) কেজি গাঁজা সহ এক সি.এন.জি  চালককে  আটক করে দাগনভূঞা থানা পুলিশ। এ সময় চালকের সি.এন.জি সহ জব্দ করা হয়।

মঙ্গলবার (২রা ফেব্রুয়রি-২২) দাগনভূঁইয়া পৌরসভার ২নং ওয়ার্ডের আজিজ ফাজিলপুর সরকারী ইকবাল মেমোরিয়াল ডিগ্রী কলেজ এর রাস্তার মাথায় ফেনী নোয়াখালী মহাসড়কের উপর হতে ০২ (দুই) কেজি গাঁজা ও একটি সিএনজি গাড়ী সহ নুর হোসেন রিয়াজ (২০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের পর  আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে দাগনভূঞা থানার পুলিশ।

উক্ত আটক ব্যক্তি ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের ফরিদ ড্রাইভারের বাড়ির,  তাহার  পিতার নাম নুরুল আলম ও মাতার নাম রিনা আক্তার।

 

 

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button