জেলা সংবাদপরশুরাম

পরশুরামে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ-

ফেনীর পরশুরামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পরশুরাম মডেল থানার পুলিশ।পরশুরাম মডেল থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কিসমত টেটেশ্বর রাস্তা সংলগ্ন মুসা মিয়া পোল্ট্রি ফার্মের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন- ফুলগাজী উপজেলার করইয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে কুতুব উদ্দিন (২৬), একই উপজেলার বিজয়পুর গ্রামের মনির হোসেনের ছেলে মো. নাঈম উদ্দিন (২০), চট্টগ্রামের ভুজপুর থানার আবুল হাশেমের ছেলে মো. জসিম উদ্দিন (২৬), ফেনী সদর উপজেলার সোনাপুর গ্রামের মিযা ড্রাইভারের ছেলে মো. বাদশা (২৮), ফুলগাজীর সদরের মো. ফারুক হোসেন।

পুলিশের দাবি, আটককৃতরা সবাই ডাকাত দলের সদস্য। ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পুলিশ খবর পেয়ে তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। এসময় পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি রামদা (কিরিচ), একটি তার ও লোহা কাটার যন্ত্র, ছোট টর্চ লাইট, লেজার লাইট, লোহার কোরাবারি, একটি ছুরি, একটি নম্বরবিহীন পুরাতন সিএনজি (অটোরিকশা) উদ্ধার করা হয়।

পরশুরাম মডেল থানার ওসি মু. খালেদ হোসেন এ ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। এবং পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আরো দেখুন

সম্পর্কিত খবর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button