
নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে জেলা পুলিশের কুইক রেসপন্স টিম অভিযান চালিয়ে ২৫ শিক্ষার্থীকে আটক করেন। ঐ সমস্ত শিক্ষার্থীরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিজয়সিংহ দীঘিরপাড়ে আড্ডা দিচ্ছিল ।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিজয়সিংহ দীঘির পাড়ে স্কুল-কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয়। বিষয়টি জেলা পুলিশের নজরে আসায় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ২৫ শির্ক্ষাথীকে আটক করা হয়। তাদের কাছে আড্ডার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি।
অপর দিকে ফেনী শহরের রাজাঝির দীঘির পাড়ে অভিযান পরিচালনা করে পুলিশ প্রশাসন। তবে বিজয়সিংহের শিক্ষার্থী আটকের ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানাজানি হলে সেখান থেকে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় অভিভাবক, এলাকাবাসী ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন পুলিশ প্রশাসনকে।




